প্রশ্ন: এক মা তার সন্তানকে ইলমে দ্বীন শেখাতে মাদরাসায় পড়াতে চায় কিন্তু তার স্বামী (সন্তানের বাবা) তা চান না। তিনি চান, তার সন্তান দুনিয়াবি ক্যারিয়ার গড়তে স্কুলেই পড়ুক।
এখন ঐ মায়ের জন্য কোনটা করা শরিয়ত সম্মত?
স্বামীর অবাধ্য হয়ে সন্তানকে মাদ্রাসায় পড়ানো নাকি স্বামীর নিষেধ মেনে সন্তানকে স্কুলেই পড়ানো?
(বিঃদ্রঃ ঐ মা একজন জেনারেল পড়ুয়া বলে ইলমে দ্বীনের তেমন কোন জ্ঞান নেই। তবে তিনি আল্লাহ রহমতে হেদায়াত প্রাপ্ত।)
উত্তর::- স্ত্রী তার স্বামীকে সন্তানকে গর্ভে দ্বীন শিক্ষা করার গুরুত্ব বুঝানোর চেষ্টা করবেন। কিন্তু স্বামী যদি না বুঝে আর স্ত্রী যদি স্বামীর কথার কথা অমান্য করে সন্তানকে দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে সক্ষম হয় আর তা যদি তাদের দাম্পত্য জীবনের জন্য সমস্যা সৃষ্টি না করে তাহলে তা করতে পারে। এতে স্ত্রী গুনাহগার হবে না। কারণ সন্তানকে দ্বীনের শিক্ষা দেয়া ফরয। এ ক্ষেত্রে স্বামীর উপর আবশ্যক ছিলো, এ দায়িত্ব পালন করা। কিন্তু তিনি যদি তা না করেন তাহলে স্ত্রী চেষ্টা করবে এ দায়িত্ব পালন করার।
তবে তা করতে গিয়ে যদি স্বামীর পক্ষ থেকে জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এমনটি না করাই ভালো। এ ক্ষেত্রে স্ত্রী তার সৎ নিয়ত ও প্রচেষ্টার কারণে সওয়াব পাবে ইনশাআল্লাহ।
আল্লাহু তাওফিক দান করুন। আমীন।
----আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল