প্রশ্ন: মৃতের জানাযার সময় কি কবরের দিকে মুখ করে সম্মিলিত মুনাজাত করা যাবে? আর মৃতের দাফনের পর তার আত্মিয়রা কতক্ষণ কবরস্থানে থেকে তার জন্য দুয়া করতে পারে?
উত্তর :
জানাযার পরে সম্মিলিতভাবে মৃত ব্যক্তির জন্য দুআ করা বিদআত। রাসূল সা. এবং সাহাবীগণ এমনটি করতেন না। সুতরাং আমাদের জন্য তা দ্বীনের মধ্য নব আবিষ্কৃত বিদআত হিসেবে পরিগণিত হবে-যা অবশ্যই পরিত্যাজ্য।
তবে প্রত্যেকেই নিজে নিজে মৃত ব্যক্তির জন্য দুআ করতে পারে।
মৃত ব্যক্তিকে দাফন করার পর রাসূল সা. বলতেন:
استغفِروا لأخيكُم ، وسَلوا لَهُ التَّثبيتَ ، فإنَّهُ الآنَ يُسأَلُ
“তোমরা তোমাদের ভাইয়ের স্থীরতার জন্য দুআ কর। কেননা, এখনই তাকে প্রশ্ন করা হবে।” (সহীহ আবু দাউদ, হা/৩২২১, সহীহ)
এভাবে বলবে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া কর, হে আল্লাহ সে যেন প্রশ্নের সময় স্থীরতার সাথে উত্তর দিতে পারে, তাকে তুমি দৃঢ়তা দান করো, তাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা কর, তাকে জান্নাতবাসী করা...ইত্যাদি।
কবর দেয়ার অল্প কিছুক্ষণ অবস্থান করে মৃত ব্যক্তির জন্য এভাবে দুআ করার পর সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে আসবে। আল্লাহু আলাম।
উত্তর দিয়েছেন শাইখ Abdullahil Hadi